সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থী এমদাদাদুল হক রানার প্রার্থিতা বাতিল

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের প্রার্থীতা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ২৬ মে দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এই তথ্য জানান।
ইসি সচিব জাহাংগীর আলম সংবাদ সম্মেলনে বলেন, এমদাদুল হক রানা সরদার পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি প্রতীক বরাদ্দের দিন আচরণবিধি ভঙ্গ করে মিছিল করেন।
এ জন্য অন্য প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু ১৪ মে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে এমদাদুল হক রানা সরদারের বিরুদ্ধে লিখিত অভিযোগপত্র দাখিল করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে দেওয়া চেয়ারম্যান প্রার্থী রানা সরদারের জবাবে সন্তুষ্ট না হওয়ায় তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিয়েছেন কমিশন।
নির্বাচন বিধিমালা, ২০১৬ এর ১১ (২) ও ১৩ (ক) ধারা লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারকে তিন দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে প্রার্থিতা কেন বাতিল করা হবে না জানতে চেয়ে তলব করে নির্বাচন কমিশন (ইসি)। সেখানেই শুনানী শেষে তার প্রার্থীতা বাতিল করা হয়। আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচন।
এদিকে ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের মাত্র ২ দিন আগে একজন প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থীর প্রার্থীতা বাতিল হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ঈশ্বরদীতে। নির্বাচন কমিশনের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপীল করবেন বলে জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদার।


প্রকাশিত: মে ২৭, ২০২৪ | সময়: ৪:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ