রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা গোদাগাড়ীতে অভিযান চালিয়ে চিহ্নিত এক মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তারকৃর নাম রাশিকুল ইসলাম (বাবু) (৩৫)। তিনি গোদাগাড়ী থানার বিদিরপুর এলাকার আব্দুর রশিদ ওরফে কানাইয়ের ছেলে। অভিযানে ২টি ওয়ান শুটার গান ও ১৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাবু পেশায় একজন রাজমিস্ত্রি। এই পেশার আড়ালে তিনি অস্ত্রসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার করে আসছিলো। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শনিবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে তার বিদিরপুর তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তিনি র্যাবের কাছে তিনি স্বীকার করে আগ্নেয়াস্ত্র, অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী স্থান থেকে রাজশাহীতে এনে বিক্রি করতো। আটককৃতকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।