সর্বশেষ সংবাদ :

মাইকেল মধুসূদন, রবিঠাকুর ও নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত দু’শো তম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে রাজশাহী এসোসিয়েশনের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশবরেন্য কবি ও কথাশিল্পী অধ্যাপক জুলফিকার মতিন। অতিথি ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম।
রাজশাহী এসাসিয়েশনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী এসাসিয়েশনের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম রাজা। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে আলোকপাত করেন অধ্যাপক গোলাম কবির, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আলোকপাত করেন প্রফেসর ড. শহীদ ইকবাল ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওপর আলোচনা করেন প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। এছাড়াও আলোচক ছিলেন অধ্যাপক ড. সাইফুদ্দীন চৌধুরী, প্রফেসর ড. স্বরোচিষ সরকার, প্রফেসর ড. শিখা সরকার, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উস্তাদ মঞ্জুশ্রী রায়, সৌমিত্র ব্যানার্জী ও রফিকুল হাসান রবিন। কবিতা আবৃত্তি করেন রওশন আরা বেলী, শরীফ আহমেদ বিল্টু ও নিশাত শারমিন শান্তা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহী এসাসিয়েশনের যুগ্ম সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম সরকার।


প্রকাশিত: মে ২৬, ২০২৪ | সময়: ৪:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর