বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন বলেন, ‘আজকে তারেক রহমানের দিক নির্দেশনা নিয়ে আমরা জেলায় জেলায় মতবিনিময় করছি। তারই ধারাবাহিকতায় আমাদের জয়পুরহাটে আসা।
আমাদের ম্যাসেজ, বিএনপি শুধু কৃষকদল নয়, সকল অঙ্গ সংঠনের একটি শক্তিশালী দল। আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ কর্মী বিনা কারণে জেল জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। সবচেয়ে বেশি খারাপ অবস্থার মধ্যে আছে কৃষকরা। সরকার কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি করেছে। অথচ ক্ষমতায় আসার আগে বলেছিল কৃষকদের বিনা মূল্যে সার দেবে, কিন্তু দেয় নি।
তিনি আরো বলেন, ‘সরকারের কারণে আজ আমরা ব্যবসা বাণিজ্যও করতে পারছি না, ব্যবসার সকল পথ বন্ধ করে দেয়া হয়েছে। তাই বলে আমাদের চুপচাপ বসে থাকলে চলবে না। তিনি সকলের প্রতি ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান।
শনিবার দুপুরে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে জেলা জাতীয়তাবাদী কৃষকদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান ডন, সহ প্রকাশনা সম্পাদক কেআইএফ সবুর, রাজশাহী বিভাগীয় কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মাওলা পলাশ, সদর থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট হেনা কবির প্রমুখ।
মতবিনিময় সভা শেষে জয়পুরহাটে জেলা ও উপজেলার কারাবরণকারী কৃষকদলের নেতৃবৃন্দদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়।