সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিদ্যুৎ বিভাগ কর্তৃক কর্ম পরিকল্পনা বিষয়ে গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রাহক ও অংশীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নেসকো’র প্রধান কার্যালয়, রাজশাহী’র সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি, সার্কেল-১, রাজশাহী’র তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর এই মতবিনিময় সভার আয়োজন করে।
বিতরণ অঞ্চল, নেসকো পিএলসি, রাজশাহী এর প্রধান প্রকৌশলী জাকির হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সার্কেল-১, রাজশাহী’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুর রশিদ, বিক্রয় ও বিতরণ বিভাগ-১, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী নেকামুল ইসলাম, বিক্রয় ও বিতরণ বিভাগ-২/৪ এর নির্বাহী প্রকৌশলী অনিত কুমার রায়, রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকু, চেম্বার অব কর্মাস এর পরিচালক রিয়াজ আহমেদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এর সাধারণ সম্পাদক জামাত খান, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, রাজশাহী বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ জাকী। এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক সমিতির প্রতিনিধিগণ এবং অন্যান্য পেশাজীবীর ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।