বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আগুনে ক্ষতিগ্রস্থ্য ৪ দোকানীকে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আবাদপুকুর বাজারের কাচুঁর মোড়ে জসিম উদ্দীন কমপ্লেক্সে আগুনে ক্ষতিগ্রস্থ ৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
এসময় রাণীনগর উপজেলা জামায়াতের আমির ও নওগাঁ জেলা জামায়াতের শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারী শামিনুর ইসলাম, কর্ম পরিষদের সদস্য হাফেজ আব্দুল কাহার ও কালীগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির রুকুনুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার গভীর রাতে জসিম উদ্দীন কমপ্লেক্সে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে সোনা করাত কল, মুদি দোকান, হোমিও ওষুধের চেম্বার, সেলুনসহ ৫-৬টি দোকান ভস্মিভূত হয়। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়।
খবর পেয়ে উপজেলা জামায়াতের নেতত্বে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে দোকানদার নজরুল ইসলাম, আব্দুর রশিদ, আক্তার হোসেন ও দয়াল চন্দ্রকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।