সর্বশেষ সংবাদ :

বাঘায় ভাইস চেয়ারম্যান পদে প্রচারণায় সাড়া পাচ্ছেন মিনার হুজুর

স্টাফ রিপোর্টার,বাঘা :

বাবা-মার আদরের ছোট ছেলে মিনার। তবে লেখা-পড়ার মাধ্যমে খেতাব মিলেছে, হাফেজ মাওলানা (মিনার )হুজুর নামে। বয়সে তরুন যুবক হলেও ,এই মিনার ইতোমধ্যে একটি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন। এরপর আলোচনায় এসছেন বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে পরিবারের নিষেধ উপেক্ষ করে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে ভোট যুদ্ধে নামায়।

 

আগামী ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে বাঘা উপজেলা পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মোট তিনজন। এরমধ্যে রয়েছেন গত নির্বাচনে বিজয়ী প্রার্থী ও বাঘা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোকাদ্দেস প্রতিক (টিয়াপাখি)। উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপ্পন প্রতিক(বই) ও হাফেজ মাওলানা মেহেদী হাসান মিনার,তার প্রতিক (টিউবয়েল)।

 

এরমধ্যে রাজনৈতিক মারপ্যাচে পরিবারের সদস্যরা একটি প্যানেলে-অন্য প্রার্থীর পক্ষ নেওয়ায় , মিনারকে পরিবারের বাধা উপেক্ষা করে নির্বাচন করতে হচ্ছে। তার ভাই মেরাজুল ইসলাম মেরাজ রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক থেকে নিজ এলাকা পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান। মামা’ আক্কাছ আলী রাজশাহী জেলা আ’লীগের সদস্য ও বাঘা পৌরসভার মেয়র।

 

তবে নির্বাচন পরবর্তী সময় নীতি-নৈতিকতা-সহ আদর্শের দিক থেকে অনেক জনপ্রতিনিধিকে খুব বেশি পছন্দ করেন না মেহেদী হাসান মিনার। কারণ তিনি চান, ইসলামী ব্যবস্থায় সৎ ও নিষ্ঠার সাথে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা হোক। এ জন্য তিনি ভোটের মাঠে লড়ছেন। তার একটিই চাওয়া , মাদক মুক্ত সমজ গঠন সহ-দুর্ণীতি না করে দেশের উন্নয়ন করা।

 

তার পক্ষে- প্রতিদিন টিউবয়েল মার্কায় ভোট চেয়ে চলছে পাড়া-মহল্লায় গণসংযোগ থেকে শুরু করে পোষ্টার,লিপলেট ও মাইকিং । এই মাইকিং এ ইসলামী সুরে গান গেয়ে বলা হচ্ছে , “এবার যেখানে সেখানে ভোট দিবেন না ভাই। দেশ বাঁচাতে-দিন বাঁচাতে ভোট দিব ভাই সেইখানে, যেখানে রাসুল খুশি হয়।ভোট হলো দেশের তরে বিরাট আমানত, যেখানে-সেখানে ভোট দিলে হবে খেয়ানত। দেশ বাঁচাতে,দিন বাঁচাতে সদা সত্য থাকা চাই। যেখানে সেখানে ভোট দিবনা ভাই’’।

 

এদিকে এমন মাইকিং শুনে খুশিতে আবেগ-আপ্লুত হচ্ছে অনেক ভোটার। তারা বলছেন, ভোটতো বিগত সময়ে অনেক প্রার্থীকে দিয়েছি । তারা নির্বাচনের সময় যে সকল প্রতিশ্রুতি দেন, তার কোন কিছুই সঠিক বাস্তবায়ন করেন না। তাই একটিবার এই হুজুরকে ভোট দিয়ে দেখতে চাই, তিনি দেশ ও জাতির জন্য কি করছেন।

 

 

এবারের নির্বাচন নিয়ে হাফেজ মাওলানা মেহেদী হাসান মিনার এর সাথে কথা বললে তিনি বলেন, আমাদের পরিবারের কেউ চাচ্ছে না আমি নির্বাচন করি। তবে আমার আত্নীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীরা সবাই আমার হয়ে ভোট করছেন। এতে আমি তাঁদের প্রতি অনেক খুশি। আমি কৃতজ্ঞ, যারা আমার মাইকিং শুনে সঠিক সিদ্ধান্তে মত বদলাচ্ছেন। আমার একটিই চাওয়া দুর্ণীতি নয়, দেশ এবং এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন।

সানশাইন / শামি


প্রকাশিত: মে ২৩, ২০২৪ | সময়: ৬:৪৫ অপরাহ্ণ | Daily Sunshine