সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবেকর আত্মহত্যা

প্রেমতলী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে মুরসালিন (২৬) নামের এক যুবক পরিত্যক্ত মাটির ঘরের বাসের রুয়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকাল ১০ টার সময় মুসালিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মৃত মুরসালিন গোদাগাড়ী উপজেলার নারায়নপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা যায়, গত ১৮ মে রাত ৯ টার দিকে বাড়ির লোকজন রাতের খাবার খাওয়ার জন্য তাকে ডাকলে তার ঘরে পাওয়া যায়নি। পরবর্তীতে তাহার বাড়ির লোকজন আশপাশ এলাকা সহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি। বাড়ির লোকজন মুরসালিন নিখোঁজের ব্যপারে থানায় কোন প্রকার জিডি করে নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সাকাল ১০ টার সময় তার মেজ ভাই লাশের গন্ধ পায়। পরবর্তীতে মাটির দেওয়ালের পরিত্যক্ত ঘরের দরজা খুলে দেখতে পায় টিনের চালের কোঠায় বাসের রুয়ার সঙ্গে লাশ ঝুলে আছে।
পরিবার সূত্রে আরো জানা যায়, গত ১৮ মে মুরসালিনকে ধান কাটার কাজ করার কথা বললে সে বলে আমার শরীর খারাপ আমি কাজ করতে পারবো না। তার বাবা জানাই কারো সাথে কোন দ্বন্দ্ব ঝামেলা ছিল না।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মতিনের সঙ্গে কথা বললে তিনি বলেন, বিধি মোতাবেক আইন অনুযায়ী লাশের সুরত হাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: মে ২১, ২০২৪ | সময়: ৫:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ