রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জেলার জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার প্রতিটি কেন্দ্রে দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচনী সরঞ্জামাদি প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলার জয়পুরহাট সদর উপজেলার মরহুম মুজিবুর রহমান ঢালী মিলনায়তন ও পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তন থেকে পুলিশ ও আনসার সদস্যদের পাহারায়- স্বচ্ছ ব্যালট বাক্স, সিলগালা সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি ২ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মোট- ১৫১টি ভোটকেন্দ্রে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে এসব নির্বাচনী সরঞ্জামাদি প্রেরণ করা হয়। মঙ্গলবার ২১ মে ভোট গ্রহণ শুরুর আগে কেন্দ্র গুলোতে প্রয়োজনীয় সংখ্যক ব্যালট পেপার পাঠানো হবে। জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের এবারের উপজেলা পরিষদ নির্বাচনে জয়পুরহাট সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।