রাজশাহী জেলায় কর্মরত সিনিয়র সহকারী সচিব হলেন সাত কর্মকর্তা

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলায় কর্মরত ৩৭ তম ব্যাচের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের সাতজন কর্মকর্তা। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক শামীম আহমেদ।
সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি প্রাপ্তি কর্মকর্তারা হলেন- সহকারী কমিশনার (ভূমি) পবা অভিজিত সরকার, সহকারী কমিশনার (ভূমি) দূর্গাপুর সুমন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) পুঠিয়া দেবাশীষ বসাক, সহকারী কমিশনার (ভূমি) গোদাগাড়ী মো. জাহিদ হাসান, প্রাক্তন সহকারী কমিশনার (ভূমি) চারঘাট মানজুরা মোশাররফ, সহকারী কমিশনার (ভূমি) বাগমারা মো. জোবায়ের হাবিব, সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া জুয়েল আহমেদ।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন থেকে জানা গেছে, ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪’ এর বিধি-৫ অনুযায়ী তাদের পদোন্নতি দিয়েছে সরকার। এই পদোন্নতির ফলে তারা এখন জাতীয় বেতন গ্রেড-২০১৫–এর ষষ্ঠ গ্রেডে বেতন–ভাতা পাবেন। এই গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে বাড়তে বাড়তে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত হওয়ার সুযোগ আছে।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর, দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক, সিনিয়র সহকারী কমিশনার শাহীন মিয়াসহ উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ ও জেলা প্রশাসন কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।


প্রকাশিত: মে ২০, ২০২৪ | সময়: ৪:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ