সর্বশেষ সংবাদ :

মোহনপুরে কাপ-পিরিচের পক্ষে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যানরা

রাসেল সরকার, মোহনপুর: রাজশাহীর মোহনপুর উপজেলার পরিষদ নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। তৃতীয় ধাপের এ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ-পিরিচ মার্কার প্রার্থী হয়েছেন আল মোমিন শাহ গাবরু। রবিবার সকালে উপজেলার মৌগাছি বাজারে গণসংযোগ করেন তিনি।
এ উপজেলা নির্বাচনে কাপ-পিরিচ মার্কার পক্ষে একাট্টা হয়ে মাঠে নেমেছেন সাবেক সংসদ সদস্য, ৫ ইউপি চেয়ারম্যান, এক পৌর মেয়র ও তাদের সমর্থকেরা। জানা যায়, এ উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী ও সমর্থকেরা কাপ-পিরিচ মার্কার পক্ষে প্রচারণায় মাঠে নেমেছেন।
রবিবার সকালে অনুষ্ঠিত কাপ-পিরিচ মার্কার পক্ষে গণসংযোগে যোগদেন রাজশাহী- ৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন। কাপ-পিরিচ মার্কার উক্ত গণসংযোগে আরো যোগ দেন কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, জাহানাবাদ ইউপি চেয়ারম্যান হযরত আলী, ধুরইল ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, রায়ঘাটি ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন। মৌগাছি ইউপি চেয়ারম্যান হজ্বে করতে দেশের বাইরে থাকায় তার বাবা শমশের মেম্বার গণসংযোগে যোগ দেন। আর ঘাসিগ্রাম ইউপি চেয়ারম্যানের পক্ষেও নেতাকর্মীরা গণসংযোগে অংশ নিয়েছেন। আর বাকশিমইল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান রয়েছেন ঘোড়া মার্কার প্রার্থী এনামুল হকের পক্ষে।
মৌগাছি বাজারের বিভিন্ন পট্রি ঘুরে প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত গণসংযোগে ছয় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবলীগের সাবেগ ধর্ম বিষয় সম্পাদক আব্দুর রব বাবু, মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর সবুর মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শাহজাহান আলী, রায়ঘাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়েজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম খানসহ অন্যান্য নেতাকর্মীরা।


প্রকাশিত: মে ২০, ২০২৪ | সময়: ৪:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ