বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী কোর্ট একাডেমি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও রাজশাহী শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল বারি মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজশাহী মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কার তিনি ৬ ভাই ও ৫ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী আছে।
এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র। শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।