সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় রাজশাহী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৫ বালক বালিকাদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠান শনিবার (১৮মে) রাজশাহী জেলা সুইমিংপুলে শেষ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণকারী সাঁতারুদের মাঝে সনদপত্র ও টিশার্ট বিতরণ করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। রাজশাহী জেলা সাঁতার সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী অনু, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের ৩১ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা কর্মচারীগণ, রাজশাহী জেলা সাঁতার সমিতির কর্মকর্তাগণ,প্রশিক্ষকগণ ও অভিভাবকমন্ডলি উপস্থিত ছিলেন।