সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে বোরকা পরিহিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ঘাসের জমি থেকে বোরকা পরা অজ্ঞাত পরিচয়ের এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের কালিকাপুর বেড়পাড়া এলাকায় বড়াল নদী সংলগ্ন বিল থেকে আনুমানিক চল্লিশোর্ধ ওই মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিচয় সনাক্তের জন্য রাজশাহী থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন প্রামাণিক জানান, বিকাল পাঁচটার দিকে একজন কৃষক গরুকে খাওয়ানোর জন্য জমিতে রোপণ করা নেপিয়ার ঘাস কাটতে যান। এ সময় তিনি পঁচা দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বোরকা পরা ওই মহিলার লাশ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে স্থানীয়রা কেউ তাকে চিনতে পারেননি।
এ ব্যাপারে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। কমপক্ষে দুইদিন আগে কেউ লাশটি ফেলে রেখে গেছে। নিহতের পরিচয় সনাক্ত করাসহ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রকাশিত: মে ১৭, ২০২৪ | সময়: ৫:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ