সর্বশেষ সংবাদ :

বিদেশে আম রপ্তানির লক্ষে বাঘায় চুক্তিবদ্ধ আম চাষিদের নিয়ে প্রশিক্ষণ

নুরুজ্জামান,বাঘা :
রপ্তানিযোগ্য আম উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার । এ লক্ষে আম প্রধান অঞ্চল হিসাবে খ্যাত রাজশাহীর বাঘায় চুক্তিবদ্ধ আম চাষিদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) উপজেলার বিনোদপুর গ্রামের একটি আম বাগানে দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার আয়োজন করেন এস.এম.আর এগ্রোটেক ইন্ডাষ্টিজ লিঃ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান।

সকাল ১১ টায় উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান কৃষিবিদ মোঃ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বর্তমান সরকারের সাবেক সিনিয়র সচিব ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক(রাকাব) এর চেয়ারম্যান জনাব মোঃ রইছ উল আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, রপ্তানি হচ্ছে ব্যবসার মূল চালিকা শক্তি। রপ্তানির লক্ষে উত্তম কৃষি চর্চা অনুসরণে আম সংগ্রহ, বাছাই, প্যাকিং, পরিবহন এবং বাগান পরিচর্যার কোন বিকল্প নেই।

 

 

তিনি বলেন, দেশের সু-স্বাদু আমের ঘ্রাণ এখন শুধু দেশেই সীমাবদ্ধ নেই, সুভাস ছড়াচ্ছে ভিন দেশেও। এ দিক থেকে ফলের রাজা রাজশাহীর সুমিষ্ট ও সুস্বাদু আম শুধু রাজশাহী বা দেশেই খ্যাত নয়। এ অঞ্চল খ্যাত আম এখন দেশের বাহিরে রপ্তানী হচ্ছে এবং বৈদেশিক অর্থ উর্পাজনে আম চাষিরা বেশ লাভবান হচ্ছেন। কাজেই বিদেশে আম রপ্তানি করতে হলে নিখুঁত রোগ, পোকামুক্ত, দাগহীন , রঙ্গিন ও গ্রেডিং করে ভাল মানের আম পাঠাতে হবে। এ জন্য এখন থেকে আম বাগান ও আম ফলের সঠিক যত্ম-পরিচর্যা নিতে হবে সকল কৃষককে।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহা-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্লা, রাজশাহী জেলা দায়রা জজের বিচারক মোঃ এনায়েত কবির , প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা: ফাইসাল কবির ,বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান ও মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন অত্র অঞ্চলের প্রায় শতাধিক কৃষক ও স্থানীয় গণমাধ্যম কর্মী সহ সু-শীল সমাজের নেতৃবৃন্দ। উল্লেখ, বাঘা উপজেলার আম গত প্রায় ১০-১২ বছর থেকে রাশিয়া, হংকং, নেদার ল্যান্ড, যুক্ত রাষ্ট, ইংল্যান্ড, কানাডা ও সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশে রপ্তানি হয়ে আসছে। এ কারনে দিন যত যাচ্ছে, এখানকার আমের চাহিদাও ততটাই বাড়ছে।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: মে ১৬, ২০২৪ | সময়: ১০:৪৭ অপরাহ্ণ | Daily Sunshine