সকল ধর্মের মানুষদের মৌলিক অধিকার নিশ্চিত করতে চান ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল

স্টাফ রিপোর্টার: আসন্ন পবা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটারদের কাছে কাছে গিয়ে গণসংযোগ করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক শহিদুল ইসলাম। বুধবার বিকেলে তিনি নওহাটা পৌরসভার টিকটিকি পাড়ায় মন্দিরে এক ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে উপস্থিত সকলের কাছে বই মার্কায় ভোট চান।
এইসময় তিনি বলেন, আগামী ২৯ তারিখের ভোটে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে একজন প্রার্থী। আমি আপনাদের এলাকার সন্তান। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে সর্বপ্রথমে আপনাদের মৌলিক অধিকার নিশ্চিত করবো। এই এলাকার যে সমস্যাগুলো আছে তা নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে সমস্যা নিরসনে কাজ করবো।
এখানে উপস্থিত সকলের উদ্দেশ্য বলতে চাই, আমি যদি আপনাদের ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে হিন্দু-মুসলিম কোন বৈষম্য থাকবে না, সবার প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে। তাই আগামী ২৯ তারিখে বই মার্কায় আপনাদের সকলের ভোট চাই। এইসময় ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বই মার্কায় সর্বসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন।


প্রকাশিত: মে ১৬, ২০২৪ | সময়: ৫:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ