সর্বশেষ সংবাদ :

নওগাঁর শ্রেষ্ঠ বিদ্যালয় বদলগাছী পাইলট

বদলগছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে প্রধান শিক্ষক মোজাফফর হোসেনের প্রচেষ্টায় জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে পরিচিতি লাভ করেছেন বদলগাছী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। জাতীয় শিক্ষা সপ্তাহ মাধ্যমিক পর্যায়ে নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে।
উপজেলা সদরে অবস্থিত এই বিদ্যালয়টি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রাচীনতম এই বিদ্যালয়টি তৎকালীন সময়ে এলাকার শিক্ষানুরাগী কয়েকজন সুনামধন্য ব্যাক্তি বর্গ মিলিত হয়ে প্রতিষ্টা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষাদান করে আসছে। ২০১৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ১২ জন শিক্ষক ও প্রায় ৬৫০ জন শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষক মোজাফফর হোসেন (উকিল) দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ মাধ্যমিক পর্যায়ে জেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নির্বচিত হয়। শ্রেষ্ঠ বিদ্যলয় হিসাবে নির্বাচিত হওয়ায় অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে অভিনন্দন জানিয়েছে।
প্রধান শিক্ষক মোজাফফর হোসেন বলেন বিগত ৩০ বছর যাবৎ বদলগাছী উপজেলার কোন বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেনি। তিনি বলেন বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষানুরাগীদের আন্তরিক সহযোগিতায় এই সাফল্য অর্জন করতে সাফল্য হয়েছি।


প্রকাশিত: মে ১৬, ২০২৪ | সময়: ৫:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ