সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পবা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে রাজশাহী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খান মোটর সাইকেল প্রতিক নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে তিনি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের নিয়ে বড়গাছী এলাকায় প্রচারণা শুরু করেন। তিনি হাট এলাকাসহ পাড়ায় পাড়ায় যান এবং পথচারী, দোকানদার ও নারীদের হাতে মোটর সাইকেল এর লিফলেট দিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
প্রচারণায় এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান বলেন, পবা উপজেলার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষে তাদের কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করা হবে। সেইসাথে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্যতা অনুযায়ী কর্মের ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন তিনি। ওয়াজেদ খান আরো বলেন, পবা উজেলা একটি গুরুত্বপূর্ন উপজেলা। এই উপজেলা সিটি কর্পোরেশনের কোল ঘেষা হওয়ায় এর গুরুত্ব অপরিসিম। এই উপজেলার মধ্যে দিয়ে রয়েছে প্রসস্ত রাস্তাসহ যোগাযোগের অন্যান্য পথ। ঐ সকল পথ দিয়ে এখান থেকে পন্য অন্যস্থানে নিয়ে যাওয়া এবং আসা সহজ হওয়ায় এখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিজ করার অপার সম্ভাবনা রয়েছে।সেইসাথে পবার বিভিন্ন এলাকায় কৃষি হাব করা হবে। আর এটা করতে পারলে সেখানেও অনেক লোকের কর্মসংস্থান হবে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নওহাটা সরকারী ডিগ্রী কলেজের সাবেক উপাধাক্ষ্য আলাউদ্দিন, সাবেক উপাধাক্ষ্য আক্কাস আলী প্রাং, সাবেক আওয়ামী নেতা আব্দুল জব্বার, নওহাটা পৌরসভা কৃষক লীগ সভাপতি শাফিকুল ইসলাম শাফি, হুজুরীপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, হরিপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রাসেল রানা, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি সুজন কবির, ছাত্রনেতা কামাল পারভেজ সবুজ, আওয়ামীলীগনেতা আলমগীর হোসেন ও নওসাদ আলীসহ কৃষক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ ও ভোটারগণ উপস্থিত ছিলেন।