ই-পেপার

বড়াইগ্রামে মোটর সাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় আকতার হোসেন (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় মোতালেব হোসেন নামে আরেকজন আহত হয়েছেন। সোমবার শেষ বিকালে উপজেলার মাড়িয়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকতার হোসেন উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে এবং আহত মোতালেব হোসেন মাড়িয়া গ্রামের আকবর হোসেনের ছেলে।
বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর ইসলাম সিদ্দিকী জানান, সোমবার বিকালে তারা দুজন মহাসড়কের পাশ থেকে বাঙ্গি কিনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটর সাইকেল তাদেরকে সজোরে ধাক্কা দিলে দুজনেই গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আকতার হোসেন মারা যান।


প্রকাশিত: মে ১৫, ২০২৪ | সময়: ৫:৫৩ পূর্বাহ্ণ | সুমন শেখ