শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
লিয়াকত আলী বাবলু ,মহাদেবপুর :
কৃষককূল রক্ষার জন্য বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছেন। তিনি দিনরাতে সাড়ে ৪ ঘন্টা ঘুমান। দেশের কোথায় কি হচ্ছে সব খবর তিনি রাখেন। আর কৃষককূল বাঁচাবার জন্যই কৃষিতে সবচাইতে বেশি ভর্তূকী দিচ্ছেন। এরই ফলশ্রুতিতে আজকের এই কৃষকের মাঝে হারভেস্টার মেশিন বিতরণ কালে ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছীর জাতীয় সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন ১৪ মে মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দানকালে উল্লেখিত কথাগুলি বলেন। তিনি আরো বলেন, আমি মহাদেবপুর বদলগাছী উপজেলায় উন্নয়নের কাজ করা শুরু করেছি। দয়া করে আপনারা নিজেরা দ্বন্দে জড়াবেন না। আপনারা আমাকে সহযোগীতা করেন। আপনাদের সহযোগীতা পেলে মহাদেবপুর উপজেলাকে অত্যাধুনিক ও স্মার্ট উপজেলায় পরিণত করা সহজ হবে।
মহাদেবপুরে ৫০ শতাংশ ভর্তূকী মূল্যে ৩টি আধুনিক কৃষি উপকরণ ধান কাটা-মাড়াই যন্ত্র কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ হোসাইন মোহাম্মদ এরশাদ। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অনুকূল চন্দ্র সাহা বুদু, আওয়ামীলীগ নেতা মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, বিশ্বজিৎ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল, থানার অফিসার ইনচার্জ মো রুহুল আমিন। শেষে ভীমপুর ইউনিয়নের চকরাজা গ্রামের মজিদুল ইসলাম, রাইগাঁ ইউনিয়নের কুন্দনা গ্রামের ইফতেখারুল ইসলাম ও সফাপুর গ্রামের এমদাদুল হককে ৫০ শতাংশ ভর্তূকী মূল্যে ধান কাটা মাড়াই যন্ত্র কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেওয়া হয়।
পরে তিনি উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে অভ্যন্তরীন বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন।
সানশাইন / শামি