বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
“শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা” প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় বিশ্ব মা দিবস উৎযাপন করা হয়েছে। রবিবার (১২ মে)সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন , যাদের মা’ বেঁচে আছে তারা প্রতিদিন মা’ দিবস পালন করুন।
সকাল সাড়ে ১১ টায় র্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের প্রতিনিধি হিসাবে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতার জনি। এই সভায় বিশ্ব মা দিবস সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার।
বাঘা উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা মুনসুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সোয়েব খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলী, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, ব্রাক কর্মকর্তা মমিনুল ইসলাম, শিক্ষার্থী আসমানী খাতুন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মা দিবসের সূচনা হয়েছিল প্রাচীন গ্রীসে। মা-পৃথিবীর মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা-প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামক মমতাময়ী নারীর আঁচল। মা যত গরিব-কিংবা ধনী হোকনা কেন, তাঁকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। কারণ পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ মা। হাজার সালাম সকল মাকে। যাদের মা বেঁচে আছেন তারা প্রতিদিন মা দিবস পালন করুন। এ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনী পেশার প্রায় শতাধিক মা।
সানশাইন / শামি