২৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার মাতোর ইন্তেকাল, রাসিক মেয়রের শোক

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও নগরীর বোসপাড়া নিবাসী সাইদুজ্জামান খান মাতো (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। শনিবার সকালে তিনি নিজ বাড়িতে মারা যান।
তারএর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খারুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী আছে।


প্রকাশিত: মে ১২, ২০২৪ | সময়: ৫:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ