সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর কাজলা সইটের মোড় বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার এক বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতর নাম আবুল কালাম আজাদ। তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা সইটের মোড় বউ বাজার এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে।
নগর পুলিশ জানায়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে মতিহার থানায় মাদক মামলায় এক বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে থানা পুলিশগোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আবুল কালাম আজাদ তার বাড়িতে অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানা পুলিশের একটি দল গতকাল দিবাগত রাত আড়াই টায় অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।