রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুই উপজেলায় কোথাও কোন অঘটন ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ‘দোয়াত-কলম’ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বেলাল উদ্দিন সোহেল। তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীক নিয়ে বিজয় হয়েছেন লুৎফর হায়দার রশিদ ময়না।
রাজশাহীর তানোরে ৬১টি কেন্দ্রের ৪২৫টি ভোট কক্ষে শান্তিপূর্ণ ভাবে তানোর উপজেলা পরিষদ নির্বাচনে ভাট গ্রহণ অনুষ্ঠিত হয। সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বৃষ্টি থেমে গেলে ভোট কেন্দ্রে ভোটাররা আসতে শুরু করেন।
তানোর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার কামরুজ্জামান বলেন, তানোর উপজেলায় সবমিলিয়ে প্রায় ৪২ দশমিক ২২ শতাংশ ভোট পড়েছে। বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন লুৎফর হায়দার রশিদ ময়না (কাপ পিরিচ), ভাইস চেয়ারম্যান পুরুষ তানভীর রেজা (চশমা) এবং ভাইস চেয়ারম্যান মহিলা সোনিয়া সরদার (কলস)।
তানোর উপজেলায় চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে তানোর উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না (কাপ পিরিচ ৪৬ হাজার ৩৯৫ ভোট পেয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ- আল- মামুন (মোটরসাইকেল) ভোট পেয়েছেন ২০ হাজার ০৭৯।
এছাড়াও, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরমধ্যে উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (তালা) ২৪ হাজার ৬০১ ভোট পেয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী তানোর উপজেলার কলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা (চশমা) ভোট পেয়েছেন ৩৮ হাজার ৫৩৭।
অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য (সেলাই মেশিন) ভোট পেয়েছেন ৮ হাজার ২১৭। তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সোনিয়া সরদার (কলস) ভোট পেয়েছেন ৩০ হাজার ৮৮৬ এবং তানোর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা সাগরিকা ভৌমিক (বৈদ্যুতিক পাখা) ভোট পেয়েছেন ২৩ হাজার ৪৫৭। তানোর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ১ লাখ ৬৬ হাজার ১৭৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৮৪ হাজার ২৬৬ জন। তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, তানোর উপজেলায় কোন ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়েছে।
এদিকে, গোদাগাড়ী উপজেলা নির্বাচনে ‘দোয়াত-কলম’ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বেলাল উদ্দিন সোহেল। তিনি পেয়েছেন ৬৭ হাজার ৮৮ ভোট। বিজয়ী সোহেল উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ‘কাপ পিরিচ’ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩২৮ ভোট। গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী জেলা পরিষদেও সাবেক সদস্য রবিউল আলম ‘আনারস’ প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ১৩৪ ভোট, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও সহকারী পরিচালক (অবসরপ্রাপ্ত) কাস্টমস গোয়েন্দা সুন্দন দাস রতন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৩৫ ভোট ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মার্কনি ‘ঘোড়া’ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ২৩০ ভোট।
বুধবার সকাল থেকে উপজেলার ১০৭টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। কোথাও কোন অঘটন ছাড়াই ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার ‘তালা’ প্রতীক নিয়ে ৩২ হাজার ২৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য তিন প্রার্থীর মধ্যে ‘চশমা’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নাজমুল হক পেয়েছেন ২৩ হাজার ৪১৫টি ভোট, ‘টিয়া পাখি’ প্রতীক নিয়ে উপজেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালমান ফিরোজ ফয়সাল পেয়েছেন ২৮ হাজর ৪৭৫টি ভোট, ‘টিউবওয়েল’ প্রতীক নিয়ে আদিবাসী নেতা হুরেন টুডু পেয়েছেন ১৫ হাজার ৮২টি ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘প্রজাপতি’ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন উপজেলা মহিলা লীগের সভাপতি ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি। তিনি পেয়েছেন ৫৩ হাজার ৮৬৭টি ভোট। ‘ফুটবল’ প্রতীক নিয়ে উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কৃঞ্চাদেবী পেয়েছেন ৪৫ হাজার ৭৭৬টি ভোট।