মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
রবিবার দুপুর ২টার দিকে নগর ভবনে মেয়রের দপ্তরে নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে রাসিক মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নব-নির্বাচিত সভাপতি মো. শরিফুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক মো. সামাদ খান, সহ-সভাপতি শাহিন খান ও মো. আলী এহসান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ আলী, অর্থ সম্পাদক মো. মিলন শেখ ও মো. মোখলেসুর রহমান মুকুল, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. সামিউল ইসলাম (শামিম) এবং নির্বাহী সদস্য মো. রাশেদুর রহমান (রাসেল)।
শুভেচ্ছা জানানো শেষে রাসিক মেয়র লিটন নব-নির্বাচিত কমিটির সকল সদস্যকে নিজ হাতে মিষ্টি খাইয়ে দেন। এসময় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার পাশে পাবেন বলে আশা প্রকাশ করেন। সেই সাথে নব-নিবাচিত কমিটির সকল নেতৃবৃন্দ রাসিক মেয়র লিটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


প্রকাশিত: মে ৬, ২০২৪ | সময়: ৫:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ