জয়পুরহাটে বিএনপির বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও লিফলেট বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারী,ভ্যান ও রিক্সাচালকদের মাঝে বোতলজাত বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
শনিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে জয়পুরহাট শহরের বিভিন্ন সড়কে পথচারী,ভ্যান, রিকশা ভ্যান ও রিক্সাচালকদের মাঝে এ সব বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব ও শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: মে ৫, ২০২৪ | সময়: ৫:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ