রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) রাজশাহী ভেন্যুর ম্যাচে শনিবার (০৪ মে) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড ২-১ গোলে ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেডকে পরাজিত করে।
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিকেল ৪ টায় শুরু হওয়া ম্যাচে শেখ রাসেল প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয়লাভ করে। ম্যাচের শুরুতে উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। ম্যাচের প্রথমার্ধের ৩১ মিনিটে ফর্টিসের গামবিয়ার ফুটবলার অধিনায়ক পা ওমর বাদোও দলের পক্ষে প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। ৩৬ মিনিটের মাথায় শেখ রাসেলের নাইজেরিয়ান ফুটবলার গানিয় আন্দা ওগুনগবি দলের পক্ষে একটি গোল করলে ম্যাচে সমতা ফিরে আসে।
প্রথমার্ধ ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হলে দ্বিতীয়ার্ধে ফর্টিসের সীমানায় খেলা চলতে থাকলে হঠাৎ ফর্টিসের খেলোয়াড় আব্দুল্লাহ ওমরের মাথায় বল লেগে বল চলে যায় নিজেদর জালে। আত্মঘাতি এ গোলেই কপাল পুড়ে ফর্টিসের। ম্যাচের একেবারে শেষ মূহুর্তে ফর্টিস গোল পরিশোধের সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় পরাজয় মেনে নিয়েই মাঠ ছাড়তে হয়।
শেখ রাসেলের নাইজেরিয়ান ফুটবলের গানিয়া আন্দা ওগুনগবি ম্যাচ সেরা নির্বাচিত হন। রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য রাকিব ও সধারণ সম্পাদক তৌফিকুর রহমান রতন তার হাতে ক্রেস্ট তুলে দেন।