সর্বশেষ সংবাদ :

বাগমারায় চার দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারায় চার দিন ধরে নিখোঁজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র রাব্বি(১৪)। সে উপজেলার খামারগ্রামের চা বিক্রেতা আলমগীর হোসেনের ছেলে এবং পাশের যাত্রাগাছি ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। এ ঘটনায় বৃহস্পতিবার বাগমারা থানায় সাধারন ডায়েরি করা হয়েছে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, রাব্বি ও তার পরিবারের জানা ছিল না তীব্র তাপদাহের কারণে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে। এ খবর না জানার কারণে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাব্বি বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে দিন গড়িয়ে সন্ধ্যা হলেও সে বাড়ি ফিরে না আসায় তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেন। কিন্তু কোথাও বাপ্পির সন্ধান মিলে না। বাড়ি থেকে বের হওয়ার সময় বাব্বির গায়ে মিষ্টি রঙয়ের পাঞ্জাবি, কালো প্যান্ট এবং স্কুল ব্যাগ ছিলো।
তার গায়ের রং ফর্সা, উচ্চতা সাড়ে চার ফিট। কোন সুহৃদয় ব্যক্তি তার কোন সন্ধান পেলে ০১৭৬৮-৩৩৫০১১ যোগাযোগ করতে অনুরোধ করেছেন বাব্বির পিতা আলমগীর হোসেন ও মাতা কাজলী খাতুন। বাগমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) অরবিন্দ সরকার জানান, নিখোঁজ ছেলেটির ছবি সহ থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।


প্রকাশিত: মে ৪, ২০২৪ | সময়: ৫:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর