বাঘায় ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু 

স্টাফ রিপোর্টার,বাঘা :
মে দিবসের প্রথম প্রহরে বালুবাহি ট্রাক্টর উল্টে সজিব হোসেন (১৮) নামে এক চালকের মর্মান্তিক মৃত্য হয়েছে। নিহত সজিব হোসেন বাঘা উপজেলার কলিগ্রাম (সড়কঘাট) এলাকার হাবিবের হোসেনের ছেলে। বুধবার মহান মে দিবসের প্রথম প্রহরে পাবনা সদর থানার দোগাছি ইউনিয়নের দোগাছি বাজার সংলগ্ন এলাকায় সড়ক দর্ঘটনায় তিনি মারা যান।

 

পাবনা সদর থানার সহকারি পরিদর্শক (এসআই) জয়ন্তী চন্দ্র বর্মন জানান, ঘটনার পর স্থানীয়রা চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এরপর সেখানেই তিনি মারা যায়। অস্বাভাবিক মৃত্যুর সংবাদ পেয়ে সুরতহাল রিপোর্টসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ঐদিন বিকেল ৫টায় সজিব হোসেনের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ বিষয়ে ইউডি মামলা হয়েছে বলে নিশ্চিত করেন বাপনা থানা পুলিশ ।

 

নিহতের পিতা জানান, রাত ৯টায় নিজ এলাকার কালিদাসখালি উ”চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে এলাকার গোরস্থানে তার সন্তানের দাফন সম্পন্ন করা হয়েছে।

সানশাইন / শামি


প্রকাশিত: মে ২, ২০২৪ | সময়: ৭:৩৭ অপরাহ্ণ | Daily Sunshine