শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে তীব্র তাপদাহ থেকে ভবিষ্যত প্রজন্মকে স্বস্তি দিতে বৃক্ষ রোপন এবং বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচী পালন করেছেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বুধবার (১ মে) গোদাগাড়ী উপজেলা সংলগ্ন বাইপাস মোড়ে গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগের কর্মী ওয়ালিদুর রহমানের আয়োজনে বৃক্ষ রোপন করা হয়।
এসময় মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানাকে প্রধান অতিথি করে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সাগর বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলার সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম কিশোর, রাজশাহী স্টুডেন্ট কমিউনিটির আহবায়ক মামুন জামান, যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন রনি, গোদাগাড়ী উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি(ভারপ্রাপ্ত) মোঃ তাসরিফ কবির রিফাত, ও সাধারণ সম্পাদক খন্দকার আলিফ হোসেন জিহাদসহ অন্যান্য নেতাকর্মীরা ।