সর্বশেষ সংবাদ :

বাঘায় ফেন্সিডিল ও গাঁজাসহ দুজন আটক

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় ফেন্সিডিল ও গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, আব্দুল আউয়াল ওরুপে রান্টু ও জিল্লুর রহমান। সোমবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাঘা থানা পুলিশ জানায়, সোমবার রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোকুলপুর গ্রামের চিহৃত মাদক ব্যবসায়ী মৃত সিরাজুল ইসলামের ছেলে আব্দুল আউয়াল ওরুপে রান্টুকে (৪৫) তার নিজ এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিল সহ আটক করে পুলিশ।
এর আগে পুলিশের অপর একটি দল বাঘার শেষ সীমানা চন্ডিপুর এলাকা থেকে দেড়শো গ্রাম গাঁজা সহ আটক করেন পাশ্ববর্তী লালপুর উপজেলার নওপাড়া গ্রামের জিল্লুর রহমান ওরপে শরিফুলকে (৪০)। আটক শরিফুলের পিতার নাম আফজাল প্রামানিক বলে জানা গেছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, আটক দু’জনের মধ্যে আব্দুল আওয়াল ওরপে রান্টুর নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাদের দুজনের নামে পৃথক মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হযেছে।


প্রকাশিত: মে ১, ২০২৪ | সময়: ৪:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ