সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক আলোচনা সভা

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সর্বজনীন পেনশন স্কিম উপজেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, অফিসার ইনর্চাজ মাইদুল ইসলাম, নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, নওগাঁ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বদি, সদর ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, মুক্তিযোদ্ধা বিমল প্রামানিক, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, ডিএসবি নাজমুল ইসলাম।


প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪ | সময়: ৪:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ