প্রেস কাউন্সিলের চেয়ারম্যান রাজশাহী আসছেন আজ

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক আজ (সোমবার) দুই দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি বিমানযোগে সোমবার বিকাল সোয়া পাঁচটায় রাজশাহী এসে পৌঁছবেন ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) তিনি সকাল সাড়ে দশটায় নগরীর রাণীবাজার মাইডাস রেস্টুরেন্টে বাংলাদেশ লিগ্যাড এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট আয়োজিত সংবেদনশীল সংবাদ প্রচার: সাংবাদিকদের ভূমিকা ও করণীয় বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওই দিন বিকাল পৌনে ছয়টায় তিনি ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

বন্ধ টেক্সটাইল মিল চালুর
দাবিতে লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার: বন্ধ টেক্সটাইল মিল চালু করা ও কৃষি ফার্মের অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করাসহ ১০ দফা দাবিতে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলার উদ্যোগে রবিবার বেলা ১১টায় নওদাপাড়া বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জাতীয় শ্রমিক ফেডারেশনে জেলা সভাপতি সিরাজুর রহমান খান, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল করিম অপু, শাহমখদুম থানার পার্টি সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রেজা, শ্রমিক নেতা আলাউদ্দিন আলা ও ফারুক হোসেন, কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্বাস আলী, আনারুল, মুস্তাকিন, আব্দুল খালেক প্রমুখ।


প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪ | সময়: ৫:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর