রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার ২০২৪-২০২৫ দ্বি-বার্ষিক-নির্বাচনে নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সমাধীতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল জাবীদ অপু, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. শরিফুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক মো. সামাদ খান, সহ-সভাপতি শাহিন খান ও মো. আলী এহসান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ আলী, অর্থ সম্পাদক মো. মোখলেসুর রহমান মুকুল ও মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. সামিউল ইসলাম (শামিম),সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে মো. কাবিল হোসেন, মো. মুক্তার হোসেন প্রমূখ। শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করেন মো. শাহাদাত হোসেন।