শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রামে মামাতো বোনের বৌভাতের অনুষ্ঠানে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জাওহার আমিন লাদেন (১৮) নামে আরো এক কলেজ ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাওহার বড়াইগ্রামের গোপালপুর গ্রামের মাদরাসা শিক্ষক মাওলানা রুহুল আমিনের ছেলে।
এর আগে গত ১৫ এপ্রিল মামাতো বোনের বৌভাতের অনুষ্ঠানে গিয়ে বেড়ানোর সময় বড়াইগ্রাম কেন্দ্র্র্র্র্রীয় ঈদগাহ মাঠের সামনে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে তার মামাতো ভাই আকিব হাসান (১৫) ও খায়রুল বাশার ছাগির (১৭) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়। নিহত জাওহার নাটোর জামহুরিয়া কামিল মাদরাসার ফাজিল শ্রেণির ছাত্র ছিলো।
অপরদিকে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আগ্রান বাজার এলাকায় বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়ক পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোজাম্মেল হোসেন (৫০) নামে এক ভ্যান চালক নিহত ও অপর এক যাত্রী আহত হয়েছেন। নিহত মোজাম্মেল হোসেন আগ্রান গ্রামের শাহাদ আলীর ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীমুন আল রাজি জানান, গত ১৫ এপ্রিল সোমবার ধামানিয়াপাড়া গ্রামে মামাতো বোনের বৌভাতের অনুষ্ঠান থেকে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে ফিরছিল তিন মামাতো-ফুফাতো ভাই। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে তিনজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে স্বজনরা তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনই মারা যায়।
অপরদিকে, বৃহস্পতিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক পার হওয়ার সময় আগ্রানে ঢাকাগামী ট্রাক একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত ও এক যাত্রী গুরুতর আহত হন।