সর্বশেষ সংবাদ :

গরম বাড়বে, আরও ৭২ ঘণ্টার সতর্কতা জারি

সানশাইন ডেস্ক: সারা দেশে বইছে তাপপ্রবাহ। আগামী তিন দিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে গরমের অনুভূতি আরও বাড়তে পারে। তাপপ্রবাহের বিষয়ে সোমবার থেকে সারা দেশে নতুন করে আরও ৭২ ঘণ্টার সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।
গতকাল সকাল ৯টায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাবপ্রবাহ আজ ২২ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২৫ এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরও বাড়তে পারে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, দেশের আকাশে কিছুটা মেঘ থাকায় গরমের তীব্রতা একটু কমলেও আগামীকাল থেকে আবারও বাড়বে তাবদাহ। এর আগে গত শুক্রবার থেকে প্রথম ধাপে ৭২ ঘণ্টার জন্য তাপদাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস।


প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪ | সময়: ৪:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ