শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে খাবার স্যালাইন জুস এবং পানি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশদের মাঝে এই স্যালাইন, জুস এবং খাবার পানি বিতরণ করা হয়। নিজে উপস্থিত থেকে এই সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম। এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম (ক্রাইম এন্ড অবস) অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম (অর্থ ও প্রশাসন) সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি প্রমুখ।
নাটোর জেলায় চলতি মাসে অতিরিক্ত তাপমাত্রা বিরাজ করায় পুলিশ সদস্যদের সুস্থ এবং সক্রিয় রাখতে এই পানীয় বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। রবিবার নাটোর জেলায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস।