শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে ড. মিজানুর রহমান খান আজ সোমবার দায়িত্বে যোগদান করেছেন। তিনি ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক আরিফ হায়দারের স্থলাভিষিক্ত হলেন।
ড. মিজানুর রহমান খান রাবি বাংলা বিভাগের অধ্যাপক। তিনি ১৯৯৮ সালে শিক্ষকতায় যোগ দেন। ইতিপূর্বে তিনি রাবি সৈয়দ আমীর আলী হল প্রাধ্যক্ষ এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ প্রতিষ্ঠাকালীন সভাপতি ও অধ্যাপকের দায়িত্ব পালন করেন।