মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বোনের বৌভাতের অনুষ্ঠানে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খায়রুল বাশার সাগির (১৭) নামে আরো এক মাদ্রাসা ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খায়রুল বাশার বড়াইগ্রামের গোপালপুর গ্রামের মৃত মাওলানা ইউনুছ আলীর একমাত্র ছেলে।
এর আগে গত সোমবার বোনের বৌভাতের অনুষ্ঠানে গিয়ে বেড়ানোর সময় বড়াইগ্রাম কেন্দ্র্র্র্র্রীয় ঈদগাহ মাঠের সামনে মোটর সাইকেল দুর্ঘটনায় তার মামাতো ভাই আকিব হাসান (১৫) ঘটনাস্থলেই নিহত ও ছাগিরসহ দুই জন আহত হয়। নিহত সাগির রাজশাহী শহরের একটি মাদরাসায় আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলো।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম খাঁন জানান, গত সোমবার ধামানিয়াপাড়া গ্রামে বড় বোনের বৌভাতের অনুষ্ঠান গিয়ে সাগির ও আকিবসহ তিনজন শখের বশে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে তিনজনই গুরুতর আহত হয়।
খবর পেয়ে স্বজনরা তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে সেদিনই আকিব মারা যায় এবং শনিবার সন্ধ্যায় সাগিরও মারা যায়।