বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি : বাংলা সনের শুরুতেই নাটোর জেলার লালপুর উপজেলার বিলমাড়ীয়া হাটের খাজনা দিগুন হারে আদায় ও ইলেকট্রনিক্সের দোকানে হামলা কওে রুবেল নামের এক ব্যবসায়ীকে মারধররের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিলমাড়ীয়া বাজারের ব্যবসায়ীরা। বুধবার সকালে বিলবাড়ীয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি প্রদান করেন।
ব্যবসায়ীরা জানান, অপি ইসলাম নামের একজন ইজারাদার ১৪৩১ সনের জন্য বিলমাড়ীয়া হাট ইজরা নিয়ে খাজনা আদয়ের প্রথম দিন মঙ্গলবার থেকেই আগের বছরের তুলনায় দ্বিগুনহারে খাজনা বাবদ টাকা আদায় শুরু করে। এসময় বাজারের ব্যবসায়ীরা প্রতিবাদ করলে ইজারাদারের লোকেরা বাজারের ‘মা-বাবার দোয়া ইলেকট্রনিক্স’ এ হামলা করে এবং ওই প্রতিষ্ঠানের মালিক রুবেল আহম্মেদ ও তার কর্মচারী আনোয়ার হোসেনকে মারধর করে।
লালপুর থানার ওসি নাছিম আমম্মেদ জানান, বিষয়টি তাকে মৌখিক ভাবে জানানো হয়েছে। লিখিত আভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।