বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
আমার সঙ্গে ঠিকই খেলবেন, বাকিদের সঙ্গে কেন খেলবেন না?
স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানে নারী ও কন্যাশিশুদের মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে, এই অজুহাত তুলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের আওতায় এই সিরিজটি হওয়ার কথা ছিল নিরপেক্ষ ভেন্যুতে আগামী আগস্টে।
অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে এবার ক্ষোভ প্রকাশ করলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। তার পরিষ্কার কথা, যেটা সরকারের বিষয়, সেটার জন্য কেন ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে? রশিদ খান বর্তমানে আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন। মঙ্গলবার আহমেদাবাদে ‘ক্রিকইনফো’র সঙ্গে আলাপে আফগান লেগস্পিনার অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন, ‘এটা কষ্ট লাগার মতো ব্যাপার। আপনি সবসময় সেরা দলের বিপক্ষে খেলতে চাইবেন, ক্রিকেটে এভাবেই আস্তে আস্তে উন্নতি হয়। আমরা তাদের (অস্ট্রেলিয়া) বিপক্ষে কেবল বিশ্বকাপে খেলার সুযোগ পাই, দ্বিপাক্ষীয় সিরিজে নয়।’
এ নিয়ে তৃতীয়বারের মতো ক্রিকেট অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করেছে। এর আগে ২০২১ সালে টেস্ট, ২০২৩ সালে ওয়ানডে সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল। অস্ট্রেলিয়ার এমন আচরণে মনোক্ষুণ্ন রশিদ হুমকি দিলেন দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগব্যাশ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার। ২০১৬-১৭ মৌসুম থেকে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলছেন তারকা এই লেগস্পিনার।
অস্ট্রেলিয়াকে উদ্দেশ্য করে রশিদ বলেন, ‘আপনি আমার সতীর্থদের সঙ্গে খেলবেন না, আবার আমার সঙ্গে ঠিকই খেলতে চান। পার্থক্যটা কোথায়? এটার মানে তো, আমি আমার সতীর্থদেরও খাটো করলাম। আমার দেশকেও খাটো করলাম।’ যে অজুহাত তুলে অস্ট্রেলিয়া সিরিজ বাতিল করেছে, সেটায় ক্রিকেটারদের হাতে নেই উল্লেখ করে রশিদ বলেন, ‘একজন খেলোয়াড়ের এখানে কী করার আছে? এটা সরকারের বিষয়। আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, যখন এমন কিছু ঘটে, কেন সেটা ক্রিকেটকে ভোগাবে?’
‘এটা সরকারের বিষয়, কেন ক্রিকেট এর জন্য ভুগবে? কেন এটা ক্রিকেটে আসছে? ক্রিকেট কি এই বিষয় সমাধান করতে পারবে? যদি ক্রিকেট সেটা পারতো, তাহলে কথা ছিল। আমি সেটা নিয়ে খুশি থাকতাম।’ আফগান অধিনায়ক যোগ করেন, ‘আফগানিস্তানে ক্রিকেটটাই মানুষকে আনন্দ দেয়। যদি আপনি মানুষের কাছ থেকে সেই আনন্দটাও কেড়ে নেন, তাহলে আরও বেশি মানুষকে আঘাত করলেন না?’
গত বছরও বিগব্যাশ থেকে নাম প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন রশিদ। পরে অবশ্য সিদ্ধান্ত বদলে ড্রাফটে অংশ নেন। রশিদ এবার বললেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার সর্বশেষ ঘটনায় (আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করা) বিগব্যাশ নিয়ে নতুন করে ভাবছেন তিনি। রশিদ বলেন, ‘অনেক কিছুই মনে আসছে। যদি আপনি আমার দলের বিপক্ষে না খেলেন, তবে কেন চাইবেন আপনার দেশে আমি খেলি? আমিও তো আপনার দেশে খেলতে না চাইতে পারি।’
‘আমার সতীর্থদের সঙ্গে খেলবেন না, আমার আমার সঙ্গে ঠিকই খেলতে চাইবেন? যদি আমি সেখানে খেলি, টাকা আসবে। কিন্তু দেশের চেয়ে বড় তো কিছুই না। টাকা আসবে যাবে। এটা কোনো ব্যাপার না।’ ‘যদি তারা আমাদের বিপক্ষে খেলে এবং আমরা তাদের বিপক্ষে খেলতে পারি, তবেই আমরা সেখানে খেলতে যেতে পারি। এই সমস্যার এটাই একমাত্র সমাধান।’