মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রামে চারটি প্রসাধনী ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান এ অভিযানের নেতৃত্ব দেন।
এ সময় আমদানীকারকের ষ্টিকারবিহীন বিদেশী প্রসাধনী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় তানভীর উপজেলার লক্ষèীকোল বাজারের আলম এন্ড মামুন ষ্টোরের মাসুম পারভেজ ও রিতু কসমেটিকসের ইয়াকুব আলীকে পাঁচ হাজার টাকা করে এবং সাইফুল কসমেটিকসের সাইফুল ইসলাম ও তাজিম কসমেটিকসের মালিক শান্তকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দ করা প্রসাধনী সামগ্রীগুলো ধ্বংস করা হয়।