রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদের দিন বৃহস্পতিবার ও শনিবার উপশহরস্থ নিজ বাসভবন সংলগ্ন মাঠে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাননীয় মেয়রের সঙ্গে রাজশাহী পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ, রাসিকের কাউন্সিলরবৃন্দ, শ্রমিক লীগের আব্দুস সোহেল, রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মুন্না, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সকল শ্রেণি পেশার নাগরিকবৃন্দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।