সর্বশেষ সংবাদ :

তিনকোটি টাকার হেরোইনসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তিনকেজি হেরোইনসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। রোববার বিকেলে র‌্যাব রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর রাণীনগর এলাকায় এ অভিযান চালায়। উদ্ধার হেরোইনের মূল্য প্রায় তিনকোটি টাকা। গ্রেপ্তারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জের চর কোদালকাটি এলাকার শফিকুল ইসলাম, আলা উদ্দিন ও সুমন।
সোমবার র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বকচর ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে মাদক ব্যবসায়ী নৌকাযোগে যাত্রীবেশে অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে নদী পেরিয়ে বালুগ্রাম ঘাঁটের দিকে আসছে। এমন খবরের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আলাতুলী বালুগ্রাম গ্রামের পদ্মা নদীর পাড়ে বালুগ্রাম ঘাঁটের পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাবের দল ৩ জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে তিন কেজি হেরোইন উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃতদের চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪ | সময়: ৬:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ