নগরীতে ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারী কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিল্লী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে এছাহাক (৩২), বর্তমানে তিনি মতিহার থানার তালামারী বালার ঘাট এলাকায় বসবাস করেন।
ঘটনা সূত্রে জানা যায়, রোববার বিকেল পৌনে ৫ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই আশরাফুল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল।
এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার তালাইমারী এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৫ টার দিকে মতিহার থানার তালাইমারী এলাকায় অভিযান পরিচালনা করে আসামি এছাহাককে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু কর হয়েছে।


প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪ | সময়: ৬:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ