রামেক হাসপাতালে দালাল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে দালাল নির্মূলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যেগুলো বর্তমানে চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ১২টায় হাসপাতালের আউটডোর থেকে একটি রোগিকে প্রতারণার আশ্রয়ে বাইরে ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় প্রাইভেট ক্লিনিকের দালাল সুমনকে (২৬) গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হাসপাতাল পরিচালক নির্দেশক্রমে তাকে হাসপাতাল পুলিশ বক্সে দেওয়া হয়। হাসপাতালে আগত রোগীদের দালাল ও প্রতারক থেকে সাবধান থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।


প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪ | সময়: ৫:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ