নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে নগরীর চন্দ্রিমা থানার মদিনানগর এলাকায় এ অভিযান চালায় থানা পুলিশ। অভিযানে করে ১৪ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।
গ্রেপ্তারকৃতর জনি ওরফে বাবু (২৩)। তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের মৃত রজব আলীর ছেলে।
নগর পুলিশ জানায়, আজ বুধবার ৩ সকালে নগরীর বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জীর তত্ত্বাবধানে চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে- চন্দ্রিমা থানাধীন মদিনানগর এলাকায় এক ব্যক্তি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে চন্দ্রিমা থানা পুলিশের ওই দল বেলা ১১ টায় চন্দ্রিমা থানাধীন মদিনানগর এলাকায় অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১৪ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় ৫ টির অধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪ | সময়: ৫:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর