শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মাদক আইনে মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের মৃত জাফের মন্ডলের ছেলে আফাজ মন্ডল (৬২) ও একই গ্রামের মৃত জলিল সরদারের ছেলে সাগর সরদার (৪০)।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক নাজমুল হক মৃধা জানান, সোমবার রাতে উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের আফাজ মন্ডল তার বসতবাড়ির সামনে রাস্তার উপরে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের পর তাদের তল্লাশি করে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।