বাংলাদেশকে ভুগিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ শ্রীলঙ্কা অধিনায়কের

স্পোর্টস ডেস্ক: সিলেট টেস্টে বল হাতে দুই ইনিংসেই দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ধনঞ্জয়া ডি সিলভা আশাহত করেন স্বাগতিক বোলার। তার জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে ৩২৮ রানের দাপুটে জয় পায় শ্রীলঙ্কা। ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে এবার আইসিসি র‌্যাঙ্কিংয়েও বড় লাফ দিলেন ধনঞ্জয়া।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক। অসাধারণ জয়ে নেতৃত্ব দিয়ে টেস্ট ব্যাটার হিসেবে নতুন ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন তিনি। এবার সেরা দশে তিনি চোখ রাখতেই পারেন।
ধনঞ্জয়া ১০২ ও ১০৮ রান করেছেন। তাতে ১৫ ধাপ লাফিয়ে ১৪তম তিনি। ক্যারিয়ার সেরা ৬৯৫ রেটিং পয়েন্ট তার। বিশ্বের শীর্ষ দশ ব্যাটারের তালিকায় ঢুকতে আর মাত্র ৪০ রেটিং পয়েন্ট লাগবে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি করেছেন কামিন্দু মেন্ডিসও। তাতে করে বাঁহাতি ব্যাটার ৬৪তম স্থানে উঠে গেছেন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই নান্দনিক পারফরম্যান্সে এই অর্জন করলেন তিনি।
সিলেটে বাংলাদেশের হয়ে মুমিনুল হক কেবল লড়াই করেছেন। দ্বিতীয় ইনিংসে তার রান ছিল অপরাজিত ৮৭। তাতে করে আট ধাপ এগিয়ে টেস্ট ব্যাটারের তালিকায় ৫০তম স্থানে তিনি।


প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪ | সময়: ৫:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ