পিছিয়ে পড়েও জিতলো মেসিহীন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: আরেকটি দুর্দান্ত জয় পেলো আর্জেন্টিনা। মঙ্গলবার কোস্টারিকার কাছে পিছিয়ে পড়েও জিতেছে তারা ৩-১ গোলে। যুক্তরাষ্ট্র সফর তারা শেষ করলো দারুণ সাফল্য নিয়ে। ফিলাডেলফিয়ায় গত শুক্রবার এল সালভাদরকে ৩-০ গোলে হারিয়েছিল লিওনেল স্কালোনির দল।
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। ম্যাচে ৭৪ শতাংশেরও বেশি সময় বল দখলে রেখে খেলেছে তারা। আক্রমণেও ছিল যোজন যোজন এগিয়ে। ১৩ বার তারা প্রতিপক্ষের জালের দিকে বল পাঠায়, যার মধ্যে তিনটি ঠিকানা খুঁজে পায়। অন্যদিকে লক্ষ্যে তিনটি শট রাখতে পারে কোস্টারিকা।
লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল কলোসিয়ামেও লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামে আর্জেন্টিনা। ইনজুরিতে আক্রান্ত বিশ্ব জয়ী অধিনায়ক। তাকে ছাড়াও জিততে অসুবিধা হয়নি আর্জেন্টিনার। যদিও ৩৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ম্যানফ্রেড উগালদে কোস্টারিকাকে এগিয়ে দেন। আলভারো জামোরার পাস থেকে তার নিচু শট আর্জেন্টিনা গোলকিপার ওয়াল্টার বেনিতেজ সেভ করলেও ফিরতি প্রচেষ্টায় জাল কাঁপান তিনি।
দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে কোস্টারিকাকে পেছনে ফেলে আর্জেন্টিনা। ৫২ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়া ফেরান সমতা। বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিকে চোখ ধাঁধানো গোল করেন ৩৬ বছর বয়সী বেনফিকা উইঙ্গার। চার মিনিট পর আরেকটি সেট পিস থেকে ২-১ করে আর্জেন্টিনা। কর্নারে নিকোলাস তাগলিয়াফিকোর হেড গোলবারে লাগলেও ফিরতি শটে লক্ষ্যভেধ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৭৭ মিনিটে লাউতারো মার্তিনেজ তৃতীয় গোল করে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ এনে দেন আর্জেন্টিনাকে। রদ্রিগো ডি পলের থ্রু বল ধরে ব্যবধান দ্বিগুণ করেন ইন্টার মিলান ফরোয়ার্ড।


প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪ | সময়: ৫:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ